Firefox এর কিছু গুরুত্বপূর্ণ Add ons

আজ আমি আপনাদের সাথে Firefox এর কিছু গুরুত্বপূর্ণ  Add ons সম্পর্কে আলোচনা করব । আমরা জানি Firefox এর add ons হছে এমন একধরনের Extension বা প্রোগ্রাম যা দিয়ে আমরা Firefox কে কার্যকর ভাবে ব্যবহার করে থাকি । এটা আমাদের কাজ কে পরিপূর্ণ করতে সাহায্য করে । এটার সাহায্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি । যেমন : বুকমার্কিং করা, ফেসবুক স্টেটাস পোস্ট, ওয়েব পেজ এর জনপ্রিয়তা যাচাই করা, গুগল প্লাস ক্লিক দেয়া ইত্যাদি । আসুন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ  Add ons সম্পর্কে জেনে নেই ।

Add this:  এটা এমন একধরনের আড্ড-অনস যার সাহায্যে আমরা খুব সহজেই বুকমার্কিং সম্পর্কিত কাজ এবং ফেসবুক ওয়াল পোস্ট খুব সহজেই করা যায় । আড্ড-অনস টি ইনস্টল করতে "Add this" লিখে Firefox এর আড্ড-অনস সেকসন এ সার্চ করেন এবং ইনস্টল বাটন এ ক্লিক করেন । তারপর Firefox টি রিস্টার্ট করেন ।

Web rank toolbar: এটা একটি গুরুত্বপূর্ণ আড্ড-অনস । এর সাহায্যে আমরা কোনো website এর জনপ্রিয়তা কতটুকু তা নির্ণয় করা যায় । মানে Page rank কত তা জানা যায় । এটিও  ইনস্টল করতে পূর্বের পদ্ধতি অনুসরণ করেন । আড্ড-অনস টি ইনস্টল করতে "web rank toolbar" লিখে Firefox এর আড্ড-অনস সেকসন এ সার্চ করেন এবং ইনস্টল বাটন এ ক্লিক করেন । তারপর Firefox টি রিস্টার্ট করেন ।

Google plus:  মাইক্রোওয়ার্কার্স  এ যারা কাজ করেন তাদের জন্য বেশ কাজের একটা আড্ড-অনস Google +1 । কোনো website এ Google +1 ক্লিক দেবার জন্য এই আড্ড-অনস টি ব্যবহার করা হয় । কোনো Google +1 key খোজার প্রয়োজন নেই । Website এ ঢুকে normally আড্ড-অনস এর বাটন এ ক্লিক করুন । বাস.. কাজ শেষ । আড্ড-অনস টি ইনস্টল করতে "Google +1" লিখে Firefox এর আড্ড-অনস সেকসন এ সার্চ করেন এবং ইনস্টল বাটন এ ক্লিক করেন । তারপর Firefox টি রিস্টার্ট করেন ।

No comments: