কম্পিউটার প্রোগ্রাম দ্রুততার সাথে রান করান

আপনার কম্পিউটার কি ধীর গতিতে কাজ করছে ? ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করেন, আপনার কম্পিউটার এর পারফরমান্স আগের থেকে বেড়ে যাবে । আপনার কম্পিউটার যখন ধীর গতিতে কাজ করে তখন আপনাকে কিছু সঠিক সিধান্ত বেছে নিতে হবে । সবথেকে ভালো হয় যদি আপনি নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করেন । কম্পিউটার এর প্রোগ্রাম সচল রাখার সবচেয়ে কার্যকরী ধাপ ।

*Start মিনু তে যান > ক্লিক 'run' অপসন > রান Box এ 'prefetch' লিখেন > প্রেস Enter > সব ফাইল Delete করেন ।
*Start মিনু তে যান > ক্লিক 'run' অপসন > রান Box এ 'recent' লিখেন > প্রেস Enter > সব ফাইল Delete করেন ।
*Start মিনু তে যান > ক্লিক 'run' অপসন > রান Box এ 'msconfig' লিখেন > প্রেস Enter > "system configuration utility" তে 'startup' নির্বাচন করেন > 'disable all' বাটন এ ক্লিক করেন > ক্লিক 'apply' > ক্লিক close > তারপর রিস্টার্ট বাটন এ ক্লিক করেন ।
*আপনি যখনি কম্পিউটার চালু করবেন Run box এ 'tree' লিখে এন্টার চাপুন । যতখুশি ততবার । এতে আপনার কম্পিউটার এর প্রোগ্রাম গুলি দ্রুতগতিতে চালু করতে পারবে ।
এই চারটি steps অনুসরণ করেন দেখবেন আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক দ্রুতগতিতে কাজ করছে ।

পোস্ট টি ভালো লেগে থাকলে comment করুন ।

No comments: