লগইন না করেই আপনার একাউন্ট দেখে নিন গুগোলক্রোম এডসেন্স এক্সটেনশনের সাহায্যে

আস্‌সালামুআলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে গুগো্লক্রোমির এডসেন্স এক্সটেনশনের সাহায্যে আপনার এডসেন্স একাউন্টে লগইন না করেই একাউন্ট দেখতে পাবেন। 

আসলে ইন্টারনেটে আয়ের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে গুগোল এডসেন্স অত্যান্ত জনপ্রিয় একটি মাধ্যম। এমন অনেক মানুষ আছেন যারা প্রতি মাসে শুধু এডসেন্স থেকেও হাজার হাজার ডলার আয় করেন। আপনি প্রতিদিন এডসেন্স থেকে কত টাকা আয় করলেন তা দেখার জন্য প্রতিদিনই হয়তো এডসেন্স একাউন্ট খুলে থাকেন, যা অনেকটা সময়ও ব্যয় করে। তবে আপনাদের মধ্যে যারা গুগোলক্রম ব্রাউজার ব্যবহার করেন তারা চাইলে এই সময়গুলো বাচিয়ে নিতে পারেন গুগোলের অফিসিয়াল এক্সটেনশন Adsense Publisher Toolbar (by Google) এটি ব্যবহার করে। এর মাধ্যমে আপনি আপনার এডসেন্স একাউন্টে প্রবেশ না করেও আপনার একাউন্ট দেখতে পাবেন। Adsense_Publisher_Toolbar
গুগোলের এই এক্সটেনশনটা ব্যবহার করা অত্যন্ত সহজ। অন্যান্য এডঅনের মতো এটা আপনার ব্রাউজারে ইন্সটল করেন। তারপর আপনার এডসেন্স একাউন্টে প্রবেশ করার পারমিশন হিসাবে access করার ক্ষমতা দিতে হবে। অবশ্য এডসেন্স একাউন্ট দেখার জন্য আপনার ব্রাউজারে সবসময় লগইন করে রাখতে হবে। তাহলে পরবর্তীতে শুধু ব্রাউজারের উপরের আইকনে এ ক্লিক করেই আপনার এডসেন্স তথ্য দেখতে পাবেন।
আশা করি পোষ্টটি আপনাদের কাজে লাগবে। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।

*এই পোস্টটি AL-HERABD থেকে নেয়া হয়েছে